স্বাধীনতা দিবসে গণজাগরণের কর্মসূচি  

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ক গান নিয়ে কনসার্ট ও পতাকা মিছিল করবে গণজাগরণ মঞ্চ।   

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 03:00 PM
Updated : 23 March 2015, 03:00 PM

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, স্বাধীনতা দিবসের দিন বিকাল ৪টায় স্বাধীনতা দিবস উদযাপনে সমাজের জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শাহবাগ থেকে পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

ওই মিছিলের পরই শাহবাগে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাগরণের গানে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট।

এছাড়া ২৫ মার্চ শাহবাগে ‘বিচারহীনতার সংস্কৃতি, মৌলবাদের উত্থানঃ আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই আলোচনার মূল প্রবন্ধ পাঠ করবেন ড. আবুল বারকাত, সভাপতিত্ব করবেন ড. অজয় রায়। আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক কামাল লোহানী, মানবাধিকারকর্মী খুশি কবির, শহীদ রাজিব হায়দার শোভনের পিতা ডা. নাজিম উদ্দিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ড. হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ।

ইমরান বলেন, “ওইদিন সন্ধ্যায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আলোক প্রজ্জ্বলন করা হবে। এরপর সন্ধ্যায় হবে চলচ্চিত্র প্রদর্শনী ‘সেই রাতের কথা’ অনুষ্ঠিত হবে।”