নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা: রাজধানীতে গ্রেপ্তার ১

পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ‘প্রতারণা’ করে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 12:20 PM
Updated : 23 March 2015, 12:20 PM

আটক মোহাম্মদ  মাহমুদ (২৭) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আড়িয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। ঢাকায় তিনি থাকেন উত্তর কাফরুলের একটি বাসায়।

র‌্যাব-২ এর অধিনায়ক এস এম মাসুদ রানা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে  রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ৭ মার্চ বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় পৃষ্ঠার প্রথম কলামে ‘বাংলাদেশের স্বনামধন্য একটি মিডিয়ার’ বিভিন্ন পর্যায়ে কাজের জন্য লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা  হয়।

চাকরিপ্রার্থীদের যোগাযোগের জন্য ওই বিজ্ঞাপনে নিজের মোবাইল ফোন নম্বর দেন মাহমুদ। কেউ যোগাযোগ করলে মাহমুদ নিজেকে ‘মাহমুদ মিডিয়ার’ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা বিকাশ করতে বলতেন।

এভাবে কয়েকজনের কাছ থেকে এক লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে মাহমুদকে আটক করা হয় বলে র‌্যাব কর্মকর্তা মাসুদ রানা জানান।