লালমনিরহাটে ট্রাকে অগ্নিসংযোগ, আটক ৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধানসহ অন্যান্য খাদ্যপণ্য বোঝাই একটি ট্রাক আটকে তাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 04:55 AM
Updated : 5 March 2015, 04:55 AM

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জুম্মারপাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী সড়কে এ ঘটনায় জড়িত সন্দেহে ভোরের দিকে চার জনকে আটক করা হয়েছে বলে পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।

অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধা ঘণ্টার মধ্যে রাত ১টার দিকে আগুন নেভায়।

তবে তার আগেই ট্রাকে থাকা ধান, সবজি ও অন্যন্য কাঁচামালসহ ট্রাকটির ৭০ ভাগ পুড়ে যায় বলে পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাজাহান জানান।

ট্রাকটিতে চালক মমিনুল হক (৪২) ও তার সহকারীসহ চার জন ছিলেন। তারা দ্রুত লাফিয়ে নেমে পড়ায় কেউ আহত বা দগ্ধ হননি বলে জানান তিনি।

চালকের বরাত দিয়ে ওসি রেজাউল জানান, মধ্যরাতে গাছ, বাঁশ ও কলাগাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ট্রাকটি থামিয়ে প্রথমে ভাংচুর করে হরতালকারীরা। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

চালক মমিনুল বলেন, “কোনো কিছু বুঝে ওঠার আগেই ১২ থেকে ১৫ জন লোক প্রথমে ট্রাকটি ভাংচুর করে। পরে পেট্রোল ঢেলে দিয়ে এবং পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। আমরা লাফিয়ে নেমে পালিয়ে আত্মরক্ষা করি।”