গাইবান্ধায় এনজিও কর্মীকে হত্যা

গাইবান্ধায় নিখোঁজের এক সপ্তাহ পরে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 01:49 PM
Updated : 4 March 2015, 01:49 PM

নিহত গোলাম মোস্তফা (৩৯) ফ্রেন্ডশিপ নামে একটি বেসরকারি সংগঠনের জেলা কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

বুধবার ফুলছড়ি উপজেলার কোচখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান, সকালে ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে অপহরণ করে দুর্বৃত্তরা তাকে খুন করে ব্রহ্মপুত্র নদে লাশ ফেলে দিয়েছে।

ফ্রেন্ডশিপের গাইবান্ধা কার্যালয়ের সমন্বয়কারী আব্দুল হালিম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের পূর্ব পাড়া ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা কার্যালয় থেকে গোলাম মোস্তফা বেতন ভাতা উত্তোলন করেন। ওইদিন বিকালেই সদর উপজেলার মোল্লারচরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় গোলাম মোস্তফার বড় ভাই নুরুল ইসলাম গত ২৭ ফেব্রুয়ারি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।