নোয়াখালীতে যুবলীগকর্মী খুন: ঘরবাড়িতে অগ্নিসংযোগ  

নোয়াখালীর মাইজদীতে যুবলীগকর্মী খুনের জেরে সোমবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে দুর্বৃ্ত্তরা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 01:49 PM
Updated : 2 March 2015, 01:49 PM

এছাড়া খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।

মাইজদী শহরে জুয়া খেলায় বিরোধের জেরে রোববার রাতে রেদোয়ান হোসেন লেদু (২২) খুন হন। তিনি পশ্চিম মাইজদীর আবদুল মতলবের ছেলে।

পেশায় নির্মাণ শ্রমিক রেদু যুবলীগের স্থনীয় কর্মী ছিলেন বলে জানান জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান হাবিব হাসান।

স্থানীয়দের বরাত দিয়ে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা লেদু খুনে জড়িত অভিযোগ তুলে স্থানীয় মাঝি বাড়ির আবদুর রব, আবদুল ও মালেকের ঘরে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে, এর আগেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এর আগে রাতে রুবেল নামে একজনের বসতঘরে ভাংচুর করা হয় বলেও তিনি জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহুল কুদ্দুস মিঠু (১৮) ও সালামত উল্লা রাজু (২০) নামে দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে।

এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

কয়েকদিন আগে একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে স্থানীয় রুবেলের সঙ্গে রেদোয়ানের বিরোধ সৃষ্টি হয়।

রোববার রাতে রুবেলসহ কয়েকজন যুবক জুয়া খেলার সময় রেদোয়ান তাদের বাধা দেন। এরপর রুবেল ও তার সহযোগীরা রেদোয়ানকে ধাওয়া করে আটকে তাকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইটের আঘাতে মাথা থেঁতলে দিলে ঘটনাস্থলে রেদোয়ানের মৃত্যু হয়।