চাঁদপুর সওজ কার্যালয়ে গাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 03:33 PM
Updated : 1 March 2015, 03:33 PM

রোববার সন্ধ্যা ৭টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল যুবক সড়ক ভবনের সামনে পর পর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এরপর তারা বাসস্ট্যান্ড লাগোয়া সড়ক ভবনের ভেতরে প্রবেশ করে নৈশ প্রহরী শরীয়তুল্লাহকে আটকে রেখে পার্ক করে রাখা নির্বাহী প্রকৌশলীর সরকারি পাজেরো গাড়ির জানালার কাচ ভেঙ্গে ভেতরে কেরোসিন ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে নৈশ প্রহরীর চিৎকার শুনে কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে জাহেদ হোসেন বলেন, গাড়ির সিলিন্ডারভর্তি গ্যাস ছিল। নিজেদের আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।