যুদ্ধাপরাধ মামলায় কক্সবাজারে গ্রেপ্তার ২

একাত্তারে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারে দু্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 11:59 AM
Updated : 1 March 2015, 03:28 PM

এরা হলেন, কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সালামত উল্লাহ খান এবং বিএনপির সাবেক সাংসদ মো. রশিদ।

রোববার দুপুরে কক্সবাজার শহরের নিজ বাসভবন থেকে সালামত উল্লাহ খানকে এবং মহেশখালী থেকে মো. রশিদকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি মতিউর রহমান ও মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধে তিন মামলাটি মামলা রয়েছে। এর মধ্যে চকরিয়ার মামলার ১৯ জন, পেকুয়া উপজেলার মামলাটির দুই জন ও মহেশখালী উপজেলার চার জন আসামি রয়েছে।

গ্রেপ্তার  দুজন মহেশখালী উপজেলার মামলার আসামি বলে জানান তারা।