চাপাতিসহ কিশোর গ্রেপ্তার

গাজীপুরের চান্দনা থেকে চাপাতিসহ এক কিশোরকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 12:11 PM
Updated : 28 Feb 2015, 12:11 PM

সাজাপ্রাপ্ত নাসিম আনোয়ার (১৪) চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র এবং স্থানীয় দীঘিরচালা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার দুপুরে গাজীপুরের ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে তাকে এ দণ্ড দেন।

জয়দেবপুর থানার এসআই আব্দুল হামিদ জানান, সকালে চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার শুরুর পর একটি চকলেট বোমার বিস্ফোরণ হয়। এরপর কেন্দ্রের আশেপাশের এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ।

তিনি বলেন, “এ সময় কেন্দ্রের পশ্চিম-উত্তর পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নাসিমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর একটি চাপাতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আদালত ওই কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়ে কিশোর সংশাধনী কেন্দ্রে পাঠানো নির্দেশ দেয়।”