চট্টগ্রামে হাতবোমায় নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় হাতবোমা হামলায় পথচারী নিহত এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানসহ ৫৬ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 03:53 PM
Updated : 26 Feb 2015, 03:53 PM

চান্দগাঁও থানার এসআই সজল দে ও রূপন মল্লিক বাদী হয়ে বৃহস্পতিবার মামলাগুলো করেন।

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ককটেল হামলায় পথচারী নিহত হওয়ার ঘটনায় এসআই সজল দে বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

মামলায় আবু সুফিয়ানসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় এসআই রূপন মল্লিক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি রউফ।

মামলার আসামিরা সবাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী জানিয়ে ওসি জানান, বিস্ফোরক ও হত্যা মামলায় মো. ইব্রাহিম (৩২) নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত হন মো. রিদওয়ান (৫২) নামে  এক ব্যক্তি। রাতে হাসপাতালে তিনি মারা যান।  

এছাড়া রাত আটটার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা ১০ নম্বর রুটের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।