মন্ত্রণালয়গুলোর ফোন বিল বকেয়া ৫৯ কোটি টাকা

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের কাছে ৫৯ কোটি টাকার টেলিফোন বিল বকেয়া পড়ে আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2015, 03:43 PM
Updated : 15 Feb 2015, 03:43 PM

রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান সংসদ কাজে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের।

স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,  সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে তৎকালীন টিঅ্যান্ডটি বোর্ড, বর্তমানে বিটিসিএল-এর বকেয়া রয়েছে।

“গত জুন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের কাছে বিটিসিএল এর পাওনার পরিমাণ ৫৯ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ২০৪ টাকা।”

সরকারি টেলিফোনের বকেয়ার সারসংক্ষেপে ৪৯টি মন্ত্রণালয়ের তালিকা তুলে ধরেন মন্ত্রী।

এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ কোটি ৯০ লাখ টাকা। এরপরে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বকেয়া ৮ কোটি ১৩ লাখ টাকা, তৃতীয় সর্বোচ্চ বকেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, ৫ কোটি ৮৬ লাখ এবং আইনমন্ত্রণালয় ৫ কোটি ১৮ লাখ টাকা বকেয়া রেখে চতুর্থ অবস্থানে রয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছেও সাত লাখ ৯৩ হাজার ৬৬ টাকা বকেয়া রয়েছে বলে জানানো হয়।

এর আগে বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সফুরা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিটিসিএলের গ্রাহক সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৫১১।

১৯৭২ সাল হতে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট অনাদায়ী রাজস্বের অঙ্ক ৭০৩ কোটি ২ লাখ ২৬ হাজার ২২১ টাকা।