ধামইরহাটে আবার ধরা পড়েছে অজগর

নওগাঁর ধামইরহাটে আবার একটি অজগর শাবক ধরা পড়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2015, 01:51 PM
Updated : 8 Feb 2015, 01:51 PM

উপজেলার খেলনা ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় অজগর শাবকটি ধরে গ্রামবাসী।

রোববার বনবিভাগের লোকজন এটি বনবিট অফিসে নিয়ে যান।

বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, চার কেজি ওজনের অজগর শাবকটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা। ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে স্থানীয়রা সাপটি ধরেন।

তিনি বলেন, “এটি অজগর গোত্রেরই চন্দ্রবোরা প্রজাতির সাপ। তবে, কীভাবে অজগরটি ওই জায়গায় এসেছে তা জানা যায়নি।”

এর আগে দুই মাস আগে উপজেলার আলদিঘী জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া অজগরগুলো মধ্যে একটি লোকালয়ে চলে এসেছিল। পরে সেটি উদ্ধার করে রাজশাহী বন বিভাগে পাঠানো হয়।