রাজধানীতে গ্যারেজে আগুন, পুড়েছে ৪টি বাস

অবরোধের মধ্যে বিরোধী জোটের ডাকা হরতালে রাজধানীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গ্যারেজে থাকা দুটিসহ চারটি বাস পুড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 02:57 PM
Updated : 1 Feb 2015, 02:57 PM

রোববার রাতে মতিঝিলে একটি গ্যারেজে এবং ঢাকার আদালত পাড়ার সামনে ও নিউমার্কেট এসব অগ্নিসংযোগ করা হয়।

এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে দেওয়া আগুন দেওয়ার খবর শুনে পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের একজন কর্মী জানান, আগুনে গ্যারেজে থাকা বাগদাদ এক্সপ্রেসের দুটি পুড়ে যায়।

ব্রজেন সরকার বলেন, রাত পৌনে ৮টার দিকে পুরান ঢাকার জজ কোর্টের সামনের রাস্তায় মিরপুর-সদরঘাট রুটে চলাচলকারী ইউনাইটেড পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ওই বাসের চালক বরকত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০/১২ জন জন যাত্রী নিয়ে সদরঘাট থেকে মিরপুরের পথে রওনা দেওয়ার পরপরই পেছন দিকের আসনে আগুন জ্বলে উঠে। তিনি গাড়ি থামিয়ে লাফিয়ে নেমে গেলেও গাড়িটি পুড়ে যায়।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নেভায়।