আশুলিয়ায় সুতা কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 02:38 PM
Updated : 1 Feb 2015, 02:38 PM

রোববার বিকালে দেহরা এলাকায় ‘সুপ্রীম জুট অ্যান্ড নিটেক্স লিমিটেড’ নামের ওই কারখানার আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।  

আগুনে কারখানাটির যন্ত্রপাতি, তৈরি সুতা ও গুদামে রক্ষিত তুলা পুড়ে গেলেও কেউ  হতাহত হয়নি বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।

ডিইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

কারখানার ব্যবস্থাপক আলতাফ হোসেন হাওলাদার বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে তবে, কারখানার ভেতরে থাকা তুলাগুলো সরানোর কাজ চলছে। এ কাজে কয়েক ঘন্টা সময় লাগতে পারে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে কারখানার গুদামে ও পরে কারখানায় আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন কারখানার ওই কর্মকর্তা।