খালেদার ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী: প্রতিমন্ত্রী

নাশকতার মামলায় আদালত যে নির্দেশনা দেবে- সে অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 11:20 AM
Updated : 1 Feb 2015, 11:20 AM

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা ও বিশ্ব ইজতেমার সময় কর্মসূচি দিয়ে খালেদা জিয়া ‘প্রমাণ করেছেন’, তিনি দেশ, জনগণ বা ইসলাম- ‘কোনো দিকেই নাই’।

গত ৫ জানুয়ারি থেকে চলে আসা অবরোধে সহিংসতা ও নাশকতায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও কুমিল্লায় দুটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ।  

এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে। আদালত থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, অবরোধ-হরতালের মধ্যে এবারের একুশে বইমেলার নিরাপত্তায় ‘বরাবরের মতোই’ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করে দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষামন্ত্রী যেভাবে চাইবেন- সেভাবে এসএসসি পরীক্ষার নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

কামাল বলেন, “পরিস্থিতি ক্রমে ভালোর দিকে এগোচ্ছে। আমরা অনেক বোমরুদের গ্রেপ্তার করছি।”

তবে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সংখ্যা তিনি বলেননি।