সিরাজগঞ্জে পুলিশের উপর বোমা

বিএনপি-জামায়াতের হরতালে সিরাজগঞ্জ সদরে পুলিশের উপর হাতবোমা ছুড়েছে পিকেটাররা। তবে এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 11:07 AM
Updated : 1 Feb 2015, 11:35 AM

এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার এসআই ফারুক আহম্মেদ জানান, রোববার সকালে শৈলাবাড়ি পাউবোর বাঁধ সড়কে এ হামলা হয়।

আটকরা হলেন শহরের নয়ন মোড় এলাকার রাজু আহম্মেদ (৪২), চন্দ্রকোনা গ্রামের তরিকুল ইসলাম (২০) ও ফকিরতলা এলাকার মো. ঈছা (১৮)।

আটক তিনজন বিএনপি ও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান তিনি।

এসআই ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করার জন্যে শৈলাবাড়ি এলাকায় সংঘবদ্ধ হচ্ছে খবর পেয়ে সকাল ৯টার দিকে সেখানে যায় পুলিশ।

এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে একটি হাতবোমা ফাটায়।

এরপর পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে জোট কর্মীরা এবং এক পর্যায়ে একটি হাতবোমাসহ তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।

পেট্রোল বোমা হামলায় আটক ৩

অপরদিকে শনিবার রাতে জেলার রামগাঁতিতে কড্ডা-মিরপুর আঞ্চলিক সড়কে পেট্রোল বোমা হামলায় অটোরিকশা আরোহী পান ব্যবসায়ী গণেশ চন্দ্র দাস নিহত হন।

এ ঘটনায় রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি হিসেবে শিবির ও বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি হাবিবুল ইসলাম।

আটকরা হলেন- শহরের মাছুমপুর মহল্লার আমির হোসেন (৩০), রেলওয়ে কলোনির উজ্জ্বল (২৭) এবং রামগাঁতি মহল্লার মজনু শেখ (৩০)।

পান ব্যাবসায়ী গণেশ নিহতের ঘটনায় রাতেই সদর থানার এসআই দুলাল হোসেন বাদী হয়ে জামায়াত-শিবির ও বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানান ওসি হাবিবুল।