ময়মনসিংহে ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

লাগাতার অবরোধের মধ্যে ৭২ ঘণ্টার হরতাল শুরুর আগে ঢাকা থেকে জামালপুর রুটে চলাচলকারী যমুনা এক্সপ্রেসে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 08:14 AM
Updated : 1 Feb 2015, 08:14 AM

শনিবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ জংশন-ময়মনসিংহ রোড স্টেশনের মাঝামাঝি গোয়ালকান্দি তিনকোনা পুকুরপাড়ে দুর্বৃত্তরা ট্রেনটির পাওয়ার কারের জানালা দিয়ে পেট্রোল বোমা ছোড়ে বলে যমুনা এক্সপ্রেসের পরিচালক (গার্ড) খায়রুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে জামালপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয়ে গোয়ালকান্দি এলাকায় হামলার মুখে পড়ে।

পাওয়ার কার মাস্টার আমিনুল ইসলাম ও ট্রেনের দায়িত্বপ্রাপ্ত আনসার সুন্দর আলী জানান, ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জামালপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।