আট জেলায় দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আট জেলায় সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন, আহত হন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন।

জেলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 04:14 PM
Updated : 30 Jan 2015, 06:03 PM

এর মধ্যে রয়েছেন ময়মনসিংহে পাঁচজন, মুন্সীগঞ্জে মা-ছেলেসহ চারজন, ঝিনাইদহে চারজন, নারায়ণগঞ্জে বাবা-মেয়েসহ তিনজন, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও  সিরাজগঞ্জে দুজন করে এবং নীলফামারীতে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

ময়মনসিংহ

সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, গৌরীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় রাঘবপুর এলাকায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ

দুপুরে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও রিকশার উপর উঠে গেলে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হন দুজন।

নিহতরা হলেন অটোরিকশার আরোহী কুমিল্লার দেবিদ্বার উপজেলা নদিয়াবাদ গ্রামের অঞ্জলি রানি সাহা (৫২), তার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রত্যয় সাহা (১২), সিএনজি অটোরিকশা চালক স্থানীয় বালুয়াকান্দি গ্রামের কালু মিয়া (৩৮) ও রিকশাচালক চুয়াডাঙ্গার মন্টু মিয়া (৪০)।

আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ভুট্টা নিয়ে কুমিল্লাগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি অটোরিকশা ও রিকশার ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই তিন জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

ঝিনাইদহ

ভোরে শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় চার টেম্পো আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, দুধসর আশ্রয়ন প্রকল্পের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মজিবর মণ্ডল (৪০), শফিউদ্দিন (৪৫), রেজাউল ইসলাম (৩০) ও আমিরুল ইসলাম (৩০)। আমিরুল শৈলকুপার চরপাড়ার এবং অন্যরা পাশের কানাপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

আহতদের তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কানাপুকুরিয়া গ্রামের বাসিন্দা আলমগীর ও নুরুল ইসলাম।

নারায়ণগঞ্জ

সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার শান্তিধারা এলাকায় ট্রাকচাপায় রিকশা আরোহী বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয় এক শিশু।

নিহতরা হলেন মো. অলিউল্লাহ (৩৫), তার মেয়ে সুমাইয়া (৭) ও রিকশাচালক সামসুল হক (৫৫)।

আহত সাজিদকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, সাইনবোর্ড এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে শান্তিধারা যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।

তাদের নারায়ণগঞ্জের খানপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে সুমাইয়া ও রিকশা চালক সামসুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরে ওই শিশুর বাবা অলিউল্লাহ ও সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অলিউল্লাহ ফতুল্লা থানার গিরিধারা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে। তার মেয়ে নিহত সুমাইয়া গিরিধারা এলাকার প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ব্রাহ্মণবাড়িয়া

সদর ও সরাইলে সন্ধ্যায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন অন্তত সাতজন।

নিহতরা হলেন কামাল উদ্দিন (৪২) ও রীপা আক্তার (২৪)। 

আহদের মধ্যে জামান মিয়া ও মোহাম্মদ রাসেদ ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সদর ট্রাফিক ইন্সপেক্টর সাঈদ খান জানান, সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই কামাল নামে একজনের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

অপরদিকে সরাইল উপজেলার বিজয়নগরের সাতবর্গ এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রীপা নামে এক নারী নিহত ও পাঁচজন আহত হন বলে জানান সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুর নূর।

সিলেট

বিকালে বিশ্বনাথের বাগিচাবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হন একজন।

নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে নোমান আহমদ (১৬) ও তাজুল ইসলামের ছেলে খালেদ আহমদ (১৫)।

বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, বিশ্বনাথ থেকে বাগিচাবাজার হয়ে দেওকলসগামী মোটরসাইকেলটিকে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মাটিভর্তি একটি ট্রাক চাপা দেয়।

বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নোমান আহমদ মারা যান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদ আহমদের মৃত্যু হয়।

রাহিম আহমদ (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ

সকালে সলঙ্গায় এবং সন্ধ্যায় বেলকুচিতে বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন।

হাটিকুমরুল মহাসড়ক থানার ওসি বি এম ইমদাদুল হক জানান, ভোরে সলঙ্গার ঘুড়কা বেলতলা এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস পথচারী এক বৃদ্ধকে (৫৫) চাপা দিয়ে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে বেলকুচিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু হাসেম আকন্দ (৩৫)।

আবু হাসেম আকন্দ উপজেলার রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দের ছোট ভাই।

উপজেলা চেয়ারম্যানের বরাত দিয়ে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, সন্ধ্যায় কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের চর মাইঝাইল ব্রিজের কাছে আবুল হাসেমের মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নীলফামারী

দুপুরে সৈয়দপুরে ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহত শুভ (১০) সৈয়দপুর পৌর শহরের বাঁশবাড়ি আনন্দ নিকেতন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং আমিন মোড় মহল্লার নাদিম আহমেদের ছেলে।

সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, উপজেলা শহরের এক আত্মীয় বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিল শুভ। মিস্ত্রিপাড়া এলাকায় একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।