না’গঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় রিকশা আরোহী বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয় এক শিশু।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 03:23 PM
Updated : 30 Jan 2015, 03:23 PM

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শান্তিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. অলিউল্লাহ (৩৫), তার মেয়ে সুমাইয়া (৭) ও রিকশাচালক সামসুল হক (৫৫)।

আহত সাজিদকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে শান্তিধারা যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।

তাদের নারায়ণগঞ্জের খানপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে সুমাইয়া ও রিকশা চালক সামসুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরে ওই শিশুর বাবা অলিউল্লাহ ও সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অলিউল্লাহ ফতুল্লা থানার গিরিধারা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে। তার মেয়ে নিহত সুমাইয়া গিরিধারা এলাকার প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ট্রাক চালক ফারুক হোসেনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা থানার হারাঙ গ্রামে।

ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে আসছিল বলে জানান এসআই স্বপন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, অলিউল্লাহর মৃত্যু হয়েছে হাসপাতালে আনার পর। এই ঘটনায় আহত ১১ বছরের শিশু সাজিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।