পাচারকালে ১০টি নিটিং মেশিন আটক বেনাপোলে

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি নিটিং মেশিন আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 12:16 PM
Updated : 30 Jan 2015, 12:16 PM

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকালে বেনাপোল বাজারের একটি পার্সেল সার্ভিসের অফিসের সামনে থেকে মেশিনের এ চালানটি আটক করা হয়।

তবে এ ঘটনায় পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীন থেকে আমদানি করা বেশ কিছু নিটিং মেশিন ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে আসা হয়েছে বলে গোপন খবরে বিজিবি অভিযান চালায়।

অভিযানে বিজিবি টহলদলের সদস্যরা বেনাপোল প্রধান সড়কের উপরে পৌঁছলে চোরাকারবারীরা নিটিং মেশিনগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০টি চায়না নিটিং মেশিন ও মেশিনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আনুমানিক ৮০ লাখ টাকা মূল্যের নিটিং মেশিনগুলো বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।