‘পেট্রোল বোমা নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড চাই’

এসিড নিক্ষেপকারীর মতো পেট্রোল বোমা হামলাকারীর শাস্তিও মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়েছে। 

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 04:02 PM
Updated : 28 Jan 2015, 04:02 PM

বুধবার ফেনীতে নাশকতা বিরোধী মানববন্ধনে এ দাবি জানানো হয়।

‘সাধারণ আমাদের মিলিত ক্ষমতা-বোমাবাজদের চেয়েও অনেক বেশি’ শ্লোগানে বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘এসিড নিক্ষেপের মতো পেট্টোল বোমার শাস্তিও মৃত্যুদণ্ড চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সংহতি প্রকাশ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি চৌধুরী, সাংবাদিক আসাদুজ্জামান দারা, শিক্ষক মোমিনুল হক, সংস্কৃতিক কর্মী উত্তম দেবনাথ, অর্চনা মজুমদার, শুভ প্রমুখ।

মানববন্ধ শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বোমার আঘাতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অনিক-হৃদয়ের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ আর কোনো স্কুল ছাত্রের আর্তনাদ দেখতে চায় না।

দুনেত্রীকে আলোচনার মাধ্যমে সহিংসতা বন্ধের আহবান জানান তারা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।