ঝালকাঠীর জেল পালানো হাসান চট্টগ্রামে গ্রেপ্তার

ঝালকাঠী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে আসা এক কয়েদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:39 PM
Updated : 28 Jan 2015, 03:39 PM

বুধবার দুপুরে নগরীর পাহাড়তলী ঝর্ণা পাড়া থেকে মনির হোসেন ওরফে হাসান (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ বড়ুয়া জানিয়েছেন।

ঝালকাঠীর নলছটি ইউনিয়নের ফুলহরি গ্রামের জৈন উদ্দিনের ছেলে হাসান গত ১৬ জানুয়ারি ঝালকাঠী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান।

এসআই রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হাসান একটি চুরির মামলায় তিন বছরের সাজা নিয়ে কারাগারে ছিলেন।

হাসানের বিরুদ্ধে একটি মারামারির মামলাও ঝালকাঠী আদালতে বিচারাধীন। কারাগার থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। 

হাসান পালিয়ে যাওয়া পর ঝালকাঠী পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহায়তা চাওয়া হয়।

হাসান পুলিশকে জানান, তিন মাস কারাভোগের পর কারারক্ষী খালেকের পরামর্শে তিনি পালিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৬টার দিকে তিনি পানির পাইপ বেয়ে জেল সুপার কার্যালয়ের ছাদে উঠেন এবং সেখান থেকে দর্শনার্থী কক্ষের ছাদ দিয়ে বাইরে পালিয়ে আসেন।

কারাগার থেকে বাইরে আসা পর্যন্ত তাকে কারারক্ষী খালেক ও আব্দুর রব সহায়তা করেন বলে দাবি করেন পালিয়ে আসা এই আসামি।

তিনি বলেন, এজন্য দুই কারারক্ষীকে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

হাসানের স্ত্রী হেলেনা আক্তার কলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠী কারাফটকের সামনে মিতু নামে এক দোকানির মাধ্যমে কারারক্ষী খালেকের কাছে ৭০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছিল।

“প্রথম দফায় ৩০ হাজার, পরে দুই দফায় ২০ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়। এক মাসের মধ্যে টাকা দেওয়ার পর তিন দিনের মধ্যে হাসান কারাগার থেকে পালিয়ে আসে।”

কারাগার থেকে বেরিয়ে প্রথমে শ্বশুড়ের সঙ্গে যোগাযোগ করেন হাসান। পরে বরিশাল চলে যান।

বরিশাল থেকে ভোলা হয়ে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে ঢাকায় এসে একদিন ছিলেন হাসান। এরপর চট্টগ্রামে আসেন।

গত ২০ জানুয়ারি চট্টগ্রামে এসে পাহাড়তলী ঝর্ণা পাড়ায় একটি বাসা ভাড়া করেন হাসান। তিনি ছোট বেলায় চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় কাজ করতেন। সেই কারণে এলাকাটি তার পরিচিত হওয়ায় চট্টগ্রাম আসেন তিনি।

হাসান জানান, ঝালকাঠীতে তিনি ভাড়ায় মোটর সাইকেল চালালেও চট্টগ্রাম এসে রেয়াজউদ্দিন বাজারে ভিক্ষা করতেন।