বিএনপি নেতা দুদু ফের রিমান্ডে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 08:16 AM
Updated : 28 Jan 2015, 08:16 AM

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বুধবার দুদুর রিমান্ড মঞ্জুর করেন বলে তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জানান।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১১ জানুয়ারি রাতে মিরপুর থেকে গ্রেপ্তারের পরদিন দুদুকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের হেফাজতে পায় পুলিশ।

ওই রিমান্ড শেষে নতুন করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। দুপুরে তার শুনানি হয়।এ সময় দুদুর জামিন চেয়ে করা আবেদনেরও শুনানি হয়।

জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক দুদুকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে আইনজীবী মেজবাহ জানান।

গত ২ ডিসেম্বর রোকেয়া সরণিতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মিরপুর থানায় এই মামলা করেছিলেন এসআই মো. আসাদুজ্জামান।