সীতাকুণ্ডে ট্রাক চালক ও সহকারী দগ্ধ

লাগাতার অবরোধের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পেঁয়াজ বোঝাই ট্রাকের চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 06:57 AM
Updated : 27 Jan 2015, 09:01 AM

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় তারা দগ্ধ হয়েছেন বললেও পুলিশ ভিন্ন কথা বলছে।

সীতাকুণ্ড থানার এএসআই মোশারফ হোসেন বলেছেন, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে আগুন ধরে দুজন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শুকলাল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে ওই ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাস জানিয়েছেন।

এরা হলেন-ট্রাক চালক আজিজুর রহমান (৩৫) ও তার সহকারী মো. শামীম (২২)।

দুইজনের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।  

ডা. মৃণাল কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিজুরের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। শামীমও দগ্ধ হয়েছেন। তবে দুজনই শঙ্কামুক্ত।  

পেঁয়াজের ট্রাকটি ঝিনাইদহ থেকে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে যাচ্ছিল।

দগ্ধদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুকলাল হাটে ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়।

“এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং দুইজনই দগ্ধ হয়।”