শ্রমিক বিক্ষোভে পুলিশের পিটুনি, কারখানা ভাংচুর

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 08:12 AM
Updated : 26 Jan 2015, 08:12 AM

এ ঘটনার পর অন্য একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার ‘বার্ডস এ অ্যান্ড জেড’ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তফিজুর রহমান বলেন, “শ্রমিকরা কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা পাশের বুড়িবাজার এলাকার ফুটন গার্মেন্টসে ইটপাটকেল ছুড়ে ভাংচুর করে।”

‘বার্ডস এ অ্যান্ড জেড’ কারখানার শ্রমিক ফারুক হোসেন জানান, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করলে বৃহস্পতিবার সকালে কারখানা বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

সোমবার সকালে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন শ্রমিকরা।

এ বিষয়ে ‘বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।