পরীক্ষায় হরতাল-অবরোধ নয়

আসন্ন এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ।  

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 01:13 PM
Updated : 25 Jan 2015, 01:13 PM

রোববার বেলা ১২টার দিকে শহরের থানামোড়ের বক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে ‘আমরা বাঁচতে চাই, পড়তে চাই, পরীক্ষা দিতে চাই, জীবনধ্বংসী অমানবিক জ্বালাও পোড়াও নাশকতার রাজনীতি বন্ধ কর’ শ্লোগান দেওয়া হয়।

বক্তারা বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। অথচ খালেদা জিয়া অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করে বরং হরতাল দিচ্ছেন। এতে প্রমাণিত তিনি (খালেদা ) দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে চান।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে পরীক্ষার মধ্যে এসব কর্মসূচি না দেওয়ার আহবান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জেলা যুবজোটের আহবায়ক মাহবুব হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।