হরিণের চামড়া ও মাথা উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণের চামড়া ও মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2015, 09:19 AM
Updated : 11 Jan 2015, 09:19 AM

শনিবার গভীর রাতে সুন্দরবন পশ্চিম বিভাগের অধীন খুলনার কয়রা উপজেলার খাসিটানা ভেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম আলাউদ্দিন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে উপকূলে ফিরছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড খাসিটানা ভেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলে তল্লাসি চালিয়ে একটি হরিণের চামড়া ও একটি মাথা পাওয়া যায়।

চামড়া ও মাথা খাসিটানা ফরেস্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

একই এলাকা থেকে গত ৩০ ডিসেম্বরও কোস্ট গার্ড একটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে।