ছিনতাইকারী ধরতে গিয়ে গুলিতে যুবক নিহত

গাজীপুরের কোনাবাড়িতে এক বিকাশ এজেন্টের কাছ থেকে টাকার ব্যাগ লুট হওয়ার পর ছিনতাইকারীদের ধরতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন এক যুবক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 10:38 AM
Updated : 28 Dec 2014, 10:38 AM

নিহত মো. রোমান (৩০) স্থানীয় আওয়ামী লীগ অফিসে অফিস সহকারী এবং আজমেরি পরিবহন কাউন্টারে কাজ করতেন।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের গোয়ালকান্দিতে। কোনাবাড়িতে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই আজহারুল ইসলাম জানান, রোবাবর বেলা ১১টার দিকে  কোনাবাড়ী এলাকায় ব্র্যাক ব্যাংকের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর গুলিতে বিকাশ এজেন্ট আশিকুর রহমানও আহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ আশিককে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেছেন।

আশিকের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাইলদিয়া গ্রামে।

ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার হয়েছে বলে এস আই আজহারুল জানান।

কোনাবাড়ি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোলাইমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে বিকাশ এজেন্ট আশিকুর টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার পথে আক্রান্ত হন। তিন ছিনতাইকারি তার পথ আটকে ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালানোর সময় আশিকের চিৎকারে রোমানসহ স্থানীয়রা ধাওয়া করে। এক পর্যায়ে রোমান একজনকে ধরে ফেললে ওই ছিনতাইকারী তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রোমান।

তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি আজহারুল।

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।