অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পুলিশের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে পুলিশের এক নারী কনস্টেবলের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 09:05 AM
Updated : 26 Dec 2014, 10:32 AM
নিহত মনীষা পারভীন (২৩) নরসিংদী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার জির ঘোষেরপাড়া গ্রামের মেখলেসুর রহমানের মেয়ে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া বাইপাস সড়কের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরে নিরাপত্তার দায়িত্ব পালন করতে মনীষা তার কর্মস্থল নরসিংদী থেকে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় আসেন। টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী রেস্টহাউসে ওঠেন তিনি।

শুক্রবার সকালে নিগার সুলতানা ও মরিয়ম নামে দুই সহকর্মীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখতে যান মনীষা। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রেস্টহাউসে ফেরার পথে অসাবধানে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কনস্টেবল নিগার সুলতানা বলেন, “মনীষা চালকের পাশে বসে মোবাইলে কথা বলছিল। ওর ওড়না অটোরিকশার মোটরে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। গ্রামীণ ব্যাংকের সামনে সে হঠাৎ অটোরিকশা থেকে পড়ে যায়।”

উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, মনীষা মারা গেছেন।

মনীষার মৃত্যুর খবর শুনে ওই অটোরিকশা চালক পালিয়ে যায় বলে নিগার সুলতানা জানান।