গৃহকর্মী সুরক্ষায় নীতিমালা চূড়ান্তে কমিটি

আগামী বছরে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 03:08 PM
Updated : 24 Dec 2014, 03:08 PM

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির খসড়া চূড়ান্ত করতে ৬ সদস্যর একটি কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই নীতির খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

বুধবার মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় পরামর্শ (মালিক, শ্রমিক ও সরকার) পরিষদ সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন,  “আমার চোখে দেশে ১৫ থেকে ২০ লাখ গৃহকর্মী সবেচেয়ে বেশী নিযাতিত নিপীড়িত ও নিগৃহীত, তাদের জন্য নতুন বছরে নীতিমালা করতে পারবো বলে আমাদের বিশ্বাস।”

মুজিবুল হক বলেন, “২০০৯ সাল থেকে গৃহকর্মীর বিষয়গুলো আলোচনা চলছে। বিভিন্ন সেক্টর থেকে ইতিবাচক মতামত এসেছে, সেই আলোকে কিছু কাজ করা হয়েছে। এই সভায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির খসড়া চূড়ান্ত করতে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

“যে খসড়া করা হয়েছিল তা চূড়ান্ত করতে পারি নাই, সেই লক্ষ্যে যুগ্মসচিব খন্দকার মোস্তাক হোসেনকে আহ্বায়ক করে তার নেতৃত্বে এই কমিটি তিন সপ্তাহের মধ্যে নীতিমালা খসড়া রেডি করে জমা দিবে।”

“এবং তারপর সেই খসড়া ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভায় চূড়ান্ত করা হবে। তারপর তা মন্ত্রিসভায় উঠানো হবে,” বলেন প্রতিমন্ত্রী।

এই কমিটিতে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের দুইজন করে সদস্য রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

“আপাতত নীতিমালা করতে যাচ্ছি। পরে এ বিষয়ে আইন করা যায় কিনা চিন্তা করা হবে।”

সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।