না’গঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 01:10 PM
Updated : 24 Dec 2014, 01:10 PM
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার আরাফাত নগর, ধর্মগঞ্জ ও ভূইঘর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের ম্যানেজার শহিরুল ইসলাম জানান, ফতুল্লার ওইসব এলাকায় তিতাস গ্যাসের অসাধু ঠিকাদারদের যোগসাজসে অবৈধভাবে কয়েক হাজার আবাসিক সংযোগ নেওয়া হয়।

বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে এ ব্যবস্থা নেওয়া হয়।

অবৈধ গ্যাস সংযোগকারী ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিতাস গ্যাসের ওই কর্মকর্তা।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের  উপ-ব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান ও জাফরুল আলম খানসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।