‘মেয়ে হবে জেনে’ অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপ

মেয়ে হবে জেনে অন্তঃস্ত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 09:09 AM
Updated : 24 Dec 2014, 10:05 AM

এসিড দগ্ধ লাকি আচার্য্যকে (২২) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, এসিডে লাকির শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। চাঁদপুরে তার চিকিৎসা করা সম্ভব হবে কি না এ ব্যাপারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার মতলব দক্ষিণের উপাদী গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন লাকির স্বামী বিষ্ণু আচার্য্য (৫০)।

লাকি অভিযোগ করেন, তার গর্ভের সন্তান মেয়ে হবে জানতে পেরেই তার উপর এসিড নিক্ষেপ করেছেন তার স্বামী বিষ্ণু।

তিনি বলেন, “মঙ্গলবার রাতে বিষ্ণু  ‘নামযজ্ঞ কীর্তন’ থেকে এসে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শরীরের যন্ত্রণায় হঠাৎ ঘুম ভাঙে আমার। ডাক-চিৎকারে কেউ এগিয়ে না আসলে দৌঁড়ে পাশে মাসির বাড়ি ছুটে যাই।”

লাকির মেসো রাধা বৈদ্য জানান, দুই বছর আগে লাকির সঙ্গে পল্লী চিকিৎসক ও কবিরাজ বিষ্ণু আচার্য্যরে বিয়ে হয়। এটি বিষ্ণুর দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রথম সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে বিষ্ণুর।

তিনি বলেন, লাকির প্রথম সন্তান জন্ম হওয়ার কয়েক দিন পন মারা যায়। পুনরায় অন্তঃসত্ত্বা হওয়ার পর আলট্রাসনোগ্রাম করে বিষ্ণু জানতে পারেন গর্ভে মেয়ে সন্তান রয়েছে। এরপরই বিষ্ণু সন্তান নষ্ট করতে লাকিকে চাপ দিতে শুরু করে, কিন্তু লাকি তাতে রাজি হননি।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষ্ণুকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।