মে মাসে নিউ ইয়র্কে বইমেলা

আগামী বছরের মে মাসের চতুর্থ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ তিনদিনব্যাপী বাংলা উৎসব ও বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 05:44 PM
Updated : 22 Dec 2014, 05:44 PM

গত ২০ ডিসেম্বর শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী বছরের ২২, ২৩ এবং ২৪ মে বইমেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সভায় ওই আয়োজনের আহ্বায়ক হিসেবে সর্বসন্মতিক্রমে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে মনোনীত করা হয়।  

গত বছরের আহ্বায়ক জিয়াউদ্দীন আহমেদ রোকেয়া হায়দারের নাম ঘোষণা করলে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

নিউ ইয়র্কে মুক্তধারার উদ্যোগে গত ২৪ বছর ধরেই এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

জিয়াউদ্দীন আহমেদ বলেন, “ এই বইমেলাটি আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যা এখন উত্তর আমেরিকার সবচেয়ে সুন্দর ও সার্বজননীন অনুষ্ঠানে পরিণত হয়েছে।”