দিনাজপুরে করতোয়া কুরিয়ারের প্রহরীর লাশ উদ্ধার

দিনাজপুরের ‘করতোয়া কুরিয়ার সার্ভিস’ কার্যালয়ের সামনে থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 08:50 AM
Updated : 21 Dec 2014, 08:50 AM

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের চুরিপট্টি এলাকায় ওই অফিসের বারান্দায় লাশটি পাওয়া যায়।

নিহত দেলোয়ার হোসেনের (৫৫) গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

দেলোয়ারের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিশ্বাসপুর গ্রামে। গত ১৫ বছর ধরে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় পরিবার নিয়ে থাকছিলেন তিনি।

করতোয়া কুরিয়ার সার্ভিসের স্থানীয় অফিসের প্রতিনিধি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তিনি অফিস খুলতে এসে দেখেন দেলোয়ার বরান্দায় মৃত পড়ে রয়েছেন।

“অফিসের তালা ঠিক থাকলেও ছাদের দুটি টিন খোলা ছিল। অফিসে টেবিলের ড্রয়ারও খোলা ছিল, তবে কোনো মালামাল খোয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এসআই জাহিদুল জানান।