গাইবান্ধায় আ. লীগের কাউন্সিলে সংঘর্ষ: আহত ১১

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 03:38 PM
Updated : 20 Dec 2014, 03:38 PM

শনিবার বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান, বিকাল ৫টার দিকে গুনভরি গ্রামে অনুষ্ঠিত কাউন্সিল শুরুতেই স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী আজম একটি ওয়ার্ডের সভাপতি পদে তার নিজের নাম ঘোষণা করেন। একটু পরে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবুল কাশেম নিজের নাম ঘোষণা করেন। এতে দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন- মাইদুল ইসলাম (৪০), রেজাউল করিম (২৫), শহিদুল ইসলাম (৩০), মতিন মিয়া (৩৫) কাশেম আলী (৬৫), সাদেক আলী (৩৫), জেকের আলী (৪০), কল্পনা বেগম (৩৫), ময়নাল হক (৪৮) ও মমিন মিয়া (৩৬)।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সেলিম পারভেজ বলেন, বিএনপি-জামায়াত থেকে কিছু অনুপ্রবেশকারী ‘হাইব্রিড’ লোক আওয়ামী লীগ নেতা সেজে ওয়ার্ড পর্যায়ের এই কমিটি গঠনের পাঁয়তারা করছিল।

উপজেলা কমিটির অগোচরে এ ধরনের কাজের জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।