বগুড়ায় আগুনে পুড়লো জেডিসি পরীক্ষার খাতা

বগুড়ার সোনাতলায় এক পরীক্ষকের বাসায় আগুন লেগে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার খাতা পুড়ে গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 01:22 PM
Updated : 20 Dec 2014, 01:22 PM

শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলা সদরের সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক কোয়ার্টারে অগ্নিকাণ্ড ঘটে।

শাজাহানপুর উপজেলা বিহিগ্রাম ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক নজমুল হক জানান, তার স্ত্রী ফাহিমা বেগম সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্ত্রীর সঙ্গে ওই কোয়ার্টারে থাকেন তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কোয়ার্টারের দুটি ভবনে আগুন লাগে। এতে তাদের কক্ষের জিনিসপত্রের সঙ্গে নিরীক্ষা করে রাখা জেডিসির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ের এক হাজার ৪৫১টি খাতা পুড়ে গেছে।”

খাতা নিরীক্ষণ করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এর মধ্যে বোর্ডে পাঠানো হয়েছে এবং খাতাগুলো বোর্ডে পাঠানোর জন্য প্রস্তুত করে  রাখা ছিল বলে জানান তিনি।

সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান জানান, কোয়ার্টারের দুটি ভবনে আগুন লেগে কমপক্ষে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ভোর ৪টা দিকে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, খাতা পুড়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। নিরীক্ষা করে প্রাপ্ত নম্বর যেহেতু বোর্ডে পাঠানো হয়েছে, তাতে আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কোনো সমস্যা হবে না।

তবে কেউ যদি পুর্নমূল্যায়নের আবেদন করে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে বরে আশঙ্কা করেছেন তিনি।