বাল্যবিয়ে করতে গিয়ে শ্রীঘরে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১৩ বছরের স্কুলছাত্রীকে বিয়ের কার্যক্রম চলাকালে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 07:41 PM
Updated : 28 Nov 2014, 07:51 PM

শুক্রবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন বলে কালীগঞ্জ থানার ওসি মঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দণ্ডিত বরের নাম আইনুল হক। তিনি দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী গ্রামের জবেদুল খানের ছেলে।

ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, “কাঁচামাল ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শাহানাজ খাতুনের (১৩) সঙ্গে আইনুলের বিয়ে পারিবারিকভাবে ঠিক করেন অভিভাবকরা।

“গোপন সংবাদ পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে কনে ও বরের অভিভাবকসহ অন্যান্য লোকজন সেখান থেকে পালিয়ে যান।”

“এ সময় বিয়ের বেশে বসে থাকা বর আইনুল হককে আটক করে। এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়,” বলেন পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল।

তিনি জানান, আটক আইনুলকে শনিবার সকালে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।