ফেনীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ফেনীতে শুক্রবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে প্রায় ১৫শ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 11:49 AM
Updated : 28 Nov 2014, 11:49 AM

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফেনীর তিনটি লায়ন্স ক্লাবের উদ্যোগে শহরের শিশু নিকেতন বিদ্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

শুক্রবার এ সেবার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।

রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, চক্ষু শিবিরে ৫ জন চিকিৎসক ১৫শ রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। এছাড়া প্রায় ৫ শতাধিক দুঃস্থ রোগীকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

চিকিৎসকরা দেড়শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করেছেন, যাদের চোখে আগামী শনিবার ও রোববার নরসিংদী লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-২ এর ডিস্ট্রিক্ট গভর্নর এম. এ. আউয়াল এমজেএফ, প্রাক্তন গভর্নর লায়ন খোন্দকার জাহাঙ্গির কবির, ফাষ্ট ভাইস গভর্নর লায়ন এসএম ওয়াহিদুজ্জামান বাবর প্রমুখ।