লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালে পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা একটি মামলায় কারাবন্দি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 04:31 PM
Updated : 27 Nov 2014, 04:31 PM
বৃহস্পতিবার বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আলী হোসাইন এ আদেশ দেন।

চলতি বছরের ২ অক্টোবর মোস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ জানান,  মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে ২৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রপ্তারি পরোয়ানা জারি করা করা হয়েছে।

হজ নিয়ে মন্তব্যের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় লতিফ সিদ্দিকী গত মঙ্গলবার থানায় আত্মসমর্পণের পর ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তাকে কারাগারে পাঠান।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ নিয়ে বির্তকিত মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়।