চট্টগ্রামে আগুনে পুড়েছে বসতঘর ও কারখানা

চট্টগ্রাম নগরীতে পৃথক অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরসহ একটি প্লাস্টিক কারখানা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 07:22 AM
Updated : 26 Nov 2014, 07:22 AM

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ জানান, মঙ্গলবার গভীর রাতে হালিশর ঈদগাঁও ও বলুয়ার দীঘির পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।

তবে কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।

ফাইল ছবি

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রহল্লাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ঈদগাঁও এলাকায় আগুন লাগলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি গাড়ি রাত পৌনে ৩টার দিকে আগুন নেভায়। তবে তার আগেই পুড়ে যায় ছয়টি বসতঘর।

আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান প্রহল্লাদ।  

এর আগে রাত পৌনে ১১ টার দিকে বলুয়ার দীঘি এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দু‌টি গাড়ি রাত পৌনে ১টার দিকে আগুন নেভায়।

কারখানার প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান প্রহল্লাদ সিংহ।

বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।