শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধের আহ্বানে ঢাবিতে শোভাযাত্রা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শোভাযাত্রা ও সমাবেশ থেকে শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

ঢাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 07:35 PM
Updated : 25 Nov 2014, 07:35 PM

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার এই শোভাযাত্রা বের করে মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।

অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে টিএসসি মোড় ঘুরে কলাভবনে সামনে বটতলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “একবিংশ শতাব্দীতে কোথাও যদি কোনো নারী নির্যাতন ঘটে, তা আমাদের সবার জন্য লজ্জার বিষয়। শুধু নারী হওয়ার কারণে যদি নির্যাতনের শিকার হতে হয়, তবে মানবসভ্যতা যে এতদূর এসেছে, তার কী অর্থ হয়?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নে অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, বাংলাদেশের পরিবার থেকে শুরু করে কল-কারখানায় কাজ করে নারীরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখলেও তাদের ঘরে ও বাইরে দৈহিক-মানসিকভাবে নিযাতনের শিকার হতে হয়।

যৌন হয়রানি বন্ধে তরুণ সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে একটি ঘোষণাপত্র পাঠ করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন তানিয়া হক।