নেত্রকোণায় স্কুলছাত্র হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইমনকে অপহরণ করে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 12:18 PM
Updated : 25 Nov 2014, 12:18 PM

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চকলেঙ্গুরা গ্রামের মো. সাইদুল ইসলাম, মো. আল আমীন, আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম। এদের মধ্যে রশিদ পলাতক।

ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জি এম খান পাঠান বিমল জানান, ২০১৩ সালের ১৯ অগাস্ট প্রবাসী বাদল আহাম্মদের ছেলে ইমন ও ইমরান প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। বড়ভাই ইমরান বাড়িতে ফিরে এলেও ইমন ফিরে আসেনি।

“তাকে চিপস ও কেক কিনে দেওয়ার কথা বলে আসামি সাইদুল ইসলাম ও তার সঙ্গীরা নিয়ে যায়। পরে তারা ফোনে এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণ দাবি করে ইমনের পরিবারের কাছে।”

মুক্তিপণ না দেওয়ায় আসামিরা দুর্গাপুর সীমান্তে লতাপাতা পাহাড়ে নিয়ে ইমনকে হত্যা করে।

ইমনকে না পেয়ে তার মা মোছা. নূরুনাহার বাদী হয়ে ওই বছর ২০ অগাস্ট দুর্গাপুর থানায় মামলা করেন।

একই বছরের ২২ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেয়।