ভাড়াটিয়া জঙ্গি হলে বাড়ির মালিককে ধরবে পুলিশ

ভাড়াটিয়ার সঠিক পরিচয় নিশ্চিত হয়ে ভাড়া দিতে বাড়ির মালিকদের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 12:14 PM
Updated : 25 Nov 2014, 12:14 PM

মঙ্গলবার সিএমপি সদর দপ্তরে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,

“ভাড়াটিয়া কারও জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিভিন্ন স্থানে জঙ্গি আটকের প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের বাড়ির মালিকদের এই হুঁশিয়ারি দেওয়া হল।

কোনও ভাড়াটিয়ার পরিচয় নিয়ে সন্দেহ হলে তা নিকটস্থ থানায় জানাতে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান জলিল মণ্ডল।

“বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে খোঁজ-খবর নিন এবং ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষণ করুন।”

সভায় বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য নগরীর ১৬ থানার নম্বর সম্বলিত সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

চট্টগ্রামকে জঙ্গিমুক্ত করতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানান মহানগর পুলিশ কমিশনার।

গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব নেয়ার পর থেকে বন্দরনগরীতে অপরাধ কমে গেছে দাবি করে জলিল মণ্ডল  বলেন, “আমি যোগদানের দুই মাসের মধ্যে মামলার সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এ থেকেই বোঝা যায়, নগরীতে অপরাধও কমেছে।”

তবে অনেকক্ষেত্রে সাধারণ মানুষ মামলা করতে নানা ঝামেলার সম্মুখীন হয় বলেও স্বীকার করেন তিনি।  

এছাড়া তিনি চট্টগ্রামকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে কাউন্সিলরদের সহযোগিতা চান।

শহরকে পরিচ্ছন্ন রাখতে আইনের প্রয়োগের চেয়ে সচেতনতা তৈরির ওপর পুলিশ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আব্দুল জলিল বলেন, “সচেতনতায় যদি কাজ না হয় তাহলে আইন প্রয়োগ ছাড়া পুলিশের সামনে আর কোনো রাস্তা খোলা থাকবে না।”

যত্রতত্র আবর্জনা ফেলার অপরাধে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ৮০টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সিটি করপোরেশনের ৫৫ জন কাউন্সিলর, অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক, অর্থ ও প্রশাসন) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারসহ চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা সভায় অংশ নেন।