হল-মার্ক স্পিনিংয়ের বিরুদ্ধে ঋণখেলাপের মামলা

অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত হল-মার্ক গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান হল-মার্ক স্পিনিং লিমিটেডের বিরুদ্ধে ৯৮ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬৮৯ টাকা ঋণ খেলাপের অভিযোগে মামলা করেছে সোনালী ব্যাংক। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:26 PM
Updated : 24 Nov 2014, 12:26 PM
সোমবার ঢাকার এক নম্বর অর্থঋণ আদালতে এ মামলা করেন ব্যাংকটির রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার নির্বাহী আবদুস সালাম।

বিচারক রোকসানা বেগম হ্যাপী মামলা আমলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

সমন জারি সংক্রান্ত শুনানির দিন রাখা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।

সোনালী ব্যাংকের অন্যতম আইনজীবী কালিপদ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে হল-মার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে সোনালী ব্যাংকের একই শাখার পক্ষ থেকে কমপক্ষে ১৫টি মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ করা হয়েছে, রপ্তানিমুখী স্পিনিং মিলস প্রতিষ্ঠার জন্য ক্যাপিটাল মেশিনারিজ আমদানির জন্য নয়টি এলসির মাধ্যমে বিভিন্ন সময় সোনালী ব্যাংকের ওই শাখা থেকে ৭০ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৩৮ টাকা ঋণ নেন বিবাদীরা।

২০১১ সালের ৩১ মার্চ থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত সুদসহ এর পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬৮৯ টাকা।