রায় দ্রুত কার্যকর করার দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের

যুদ্ধাপরাধের দায়ে একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 07:35 AM
Updated : 24 Nov 2014, 07:35 AM

ফাইল ছবি

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃত রায় হয়েছে। তার ফাঁসির আদেশে আমরা সন্তুষ্ট।”

ব্রাহ্মণবাড়িয়ার এ রাজাকারের ফাঁসি কার্যকর হলে ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ শান্তি পাবে মন্তব্য করে রায় দ্রুত কর্যকরের দাবি জানান সফিউল্লাহ।

ট্রাইব্যুনালের নথিপত্র অনুযায়ী, মোবারক লেখাপড়া করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। পেশায় ব্যবসায়ী হলেও এলাকার মানুষ তাকে একাত্তরে পাকিস্তানি পাকিস্তানি বাহিনীর দালাল হিসাবেই চেনে।

তার নেতৃত্বেই রাজাকার বাহিনী সে সময় ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ, লুটপাট, আটকে রেখে নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ ঘটায়।