পুলিশকে ঘুষি মেরে আসামির পলায়ন

গাজীপুরের শ্রীপুরে পুলিশকে ঘুষি মেরে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 03:20 PM
Updated : 23 Nov 2014, 03:20 PM

পুলিশ জানায়, রোববার বিকালে উপজেলার আজুবীরচালা এলাকায়  এ ঘটনা ঘটে। এ সময় ওই আসামির পরিবারের সদস্যরাও পুলিশকে মারধর করে।

মারধরে আহতরা হলেন, এএসআই মো. শাহজাহান,  মো. মনির ও কনস্টেবল আবু হানিফ সামাদ।

এদের মধ্যে এএসআই মো. শাহজাহানকে রাজারবাগে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে,  অন্য দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শ্রীপুর থানার ওসি মো. মোহসীন উল কাদির জানান,  বিকালে শ্রীপুরের আজুবীর চালা এলাকার গ্রেপ্তারি পরোয়ানার দুই আসামি আফসার উদ্দিন (৬০) ও তার ছেলে সোহেল রানাকে (৩৪) ধরতে তাদের বাড়ি যান  ওই তিন পুলিশ সদস্য।

আসামি সোহেলকে আটককালে এএসআই শাহজাহানকে নাকে ঘুষি মারেন সোহেল। এক পর্যায়ে তার বাড়ির লোকজনও লাঠিসোটা নিয়ে তাদের (পুলিশের) উপর হামলা চালায়।

এএসআই শাহজাহানের নাক থেকে রক্ত ঝরতে থাকলে তার অন্য সহকর্মী তাকে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

পরে এলাকাবাসীরা তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আফসার উদ্দিন ও তার ছেলে সোহেল রানার বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।