চট্টগ্রামের আগ্রাবাদে পাঁচ বিলবোর্ড উচ্ছেদ

বন্দর নগরীর আগ্রাবাদ থেকে পাঁচটি বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 02:26 PM
Updated : 23 Nov 2014, 02:26 PM

রোববার বেলা ১১টা থেকে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় শুরু হওয়া অভিযানে পাঁচটি বিজ্ঞাপনী সংস্থাকে ৪২ হাজার টাকা জরিমানাও করা হয়।

এই সংস্থাগুলো হল-বিন্দু অ্যাড, স্কাই স্টার, রুপসী অ্যাড, এসএ অ্যাড ও আরশি নগর।

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে পাঁচটি বিলবোর্ড অপসারণ করার

পাশাপাশি অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের দায়ে পাঁচটি বিজ্ঞাপনী সংস্থাকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

গত ১৬ নভেম্বর থেকে চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। ২০ নভেম্বর থেকে এই অভিযানে যোগ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও(সিডিএ)।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর অবৈধ বিলবোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত চার বছরে মাত্র ৬৮টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদই তার ক্ষোভের কারণ।

মন্ত্রী ক্ষোভ প্রকাশের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের বিলবোর্ড পরিদর্শককে বদলি করা হয়।

এ পরিস্থিতিতে গত ১৩ নভেম্বর সিটি করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল।

এর পরের দুই দিন নগরীতে মাইকিং শেষে ১৬ নভেম্বর থেকে সিসিসির তালিকা অনুসারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয়।

ওই তালিকা অনুযায়ী নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫, আর অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৩৫৪টি।