গাজীপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার এক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন রিকশাটির তিন আরোহী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 05:00 AM
Updated : 22 Nov 2014, 05:00 AM

নিহত ফজল মিয়া (৩০) কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাজাই সদরপাড়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে। কালিয়াকৈরে ভাড়া থেকে তিনি রিকশা চালাতেন।

কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালিয়াকৈর এলাকার সরস্বতী (৩৫), তার মেয়ে দুলালী (৮) ও ছেলে সোনাই (৪)। আহত সোনাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসআই জানান, সকালে কালিয়াকৈর এলাকা থেকে সরস্বতী তার দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে উপজেলার লতিফপুর এলাকার একটি কিন্ডারগার্টেনে যাচ্ছিলেন।

পথে কালিয়াকৈর থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপরীতমুখী কেপি পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে চালকসহ সবাই আহত হন।

পরে এলাকাবাসী ও পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক ফজল মারা যান বলে জানান পুলিশের এই এসআই।