কুমিল্লায় আ. লীগের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 11:53 AM
Updated : 21 Nov 2014, 11:53 AM

পুলিশ জানায়, শুক্রবার কলাকান্দি বাজারে এ সংঘর্ষে নিহত রিয়াজুল করিম সেন্টু (৪২) কলাকান্দি গ্রামের জব্বার হোসেনের ছেলে।

সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানও ভাংচুর করা হয়।

আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিতাস থানার ওসি তারেক মো. আবদুল হান্নান জানান, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাহার নাছির ও সাবেক সভাপতি ইব্রাহিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

তাদের সমর্থকদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, দুপুর ২টার দিকে দুই পক্ষের লোকজন বন্দুক, টেটা, বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে কলাকান্দি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে টেটাবিদ্ধ হয়ে ইব্রাহিম গ্রুপের সেন্টু ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।