নবাবগঞ্জে ব্যাংকে চুরির অভিযোগে আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে ইসলামী ব্যাংকের কাউন্টার থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 01:14 PM
Updated : 19 Nov 2014, 01:14 PM
বুধবার দুপুরে আটক সিকান্দার আলীকে (৪০) পরে পুলিশে সোর্পদ করা হয়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) তাজ উদ্দিন আহম্মেদ জানান, বেলা ১২টার দিকে আকিজ গ্রুপের নবাবগঞ্জ শাখার সহকারী স্টোর কিপার মো. আবু সেলিম ৭ লাখ ১৫ হাজার টাকা জমা দিতে ইসলামী ব্যাংকে যান।

তিনি কাউন্টারে জমা দেয়ার সময় টাকাগুলো ডেস্কে রাখলে সিকান্দার ওই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ব্যাংকের হিসাবরক্ষক আবু সালেহ দেখে ফেলেন এবং চোর চোর বলে চিৎকার দিয়ে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলেন। তাৎক্ষণিক দারোয়ান গেট বন্ধ করে সিকান্দারকে আটক করেন। 

এস আই তাজ উদ্দিন আরও বলেন, সিকান্দার একজন পেশাদার পকেটমার বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। তবে তার নাম ও ঠিকানা সঠিক বলছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আজিজ গ্রুপের সহকারী টেরিটরি অফিসার মো. মামুনুর রশিদ জানান, ব্যাংক কর্মকর্তাদের সচেতনতার কারণে টাকা চুরি হওয়া থেকে রক্ষা পেয়েছে।

ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার ম্যানেজর মতিউর রহমান বলেন, ব্যাংকে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কর্মকর্তরাও সচেতন। পাশাপাশি গ্রাহকরা সচেতন থাকলে এ ধরনের ঘটনা আর কখনও ঘটবে না।