যশোরে ২০ দলের ৮০ নেতাকর্মীর জামিন

পুলিশের দুটি মামলায় যশোরের বিএনপিসহ ২০ দলীয় জোটের ৮০ নেতাকর্মী জামিন পেয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 11:47 AM
Updated : 19 Nov 2014, 11:47 AM

বুধবার যশোরের অতিরক্তি জেলা ও দায়রা জজ মাহমুদা বেগম এ আদেশ দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবু বলেন, পুলিশের দুটি মামলায় দুই মেয়রসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের শীর্ষস্থানীয় ৪৬ নেতাকর্মী গত রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। ওইদিন তাদের আবেদন নাকচ হয়।

বুধবার জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, আবদুস সবুর মন্ডল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

গত ১ অক্টোবর যশোর প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এই ঘটনায় ১৪৩ জনকে সুনির্দিষ্ট আসামি করে দুটি মামলা করে কোতোয়ালি থানার তৎকালীন এসআই আজগর হোসেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন যশোরের বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মী।